• الصفحة الرئيسيةخريطة الموقعRSS
  • الصفحة الرئيسية
  • سجل الزوار
  • وثيقة الموقع
  • اتصل بنا
English Alukah شبكة الألوكة شبكة إسلامية وفكرية وثقافية شاملة تحت إشراف الدكتور سعد بن عبد الله الحميد
الدكتور سعد بن عبد الله الحميد  إشراف  الدكتور خالد بن عبد الرحمن الجريسي
  • الصفحة الرئيسية
  • موقع آفاق الشريعة
  • موقع ثقافة ومعرفة
  • موقع مجتمع وإصلاح
  • موقع حضارة الكلمة
  • موقع الاستشارات
  • موقع المسلمون في العالم
  • موقع المواقع الشخصية
  • موقع مكتبة الألوكة
  • موقع المكتبة الناطقة
  • موقع الإصدارات والمسابقات
  • موقع المترجمات
 كل الأقسام | مقالات شرعية   دراسات شرعية   نوازل وشبهات   منبر الجمعة   روافد   من ثمرات المواقع  
اضغط على زر آخر الإضافات لغلق أو فتح النافذة اضغط على زر آخر الإضافات لغلق أو فتح النافذة
  •  
    عقيدة الحافظ ابن عبد البر في صفات الله تعالى
    أبو عاصم البركاتي المصري
  •  
    غياب الشورى.. وأثره في تفكك البيوت وضعف المجتمعات ...
    د. مراد باخريصة
  •  
    مشاركة الصحابيات في أعمال دولة النبي صلى الله ...
    د. عبدالله بن يوسف الأحمد
  •  
    الطريق إلى معرفة ما دعا إليه رسول الله صلى الله ...
    محمد بن عبدالله العبدلي
  •  
    التوحيد: روح العبادة وأساس قبولها (خطبة)
    د. صغير بن محمد الصغير
  •  
    الإيمان بالكتب وثمراته (خطبة)
    الشيخ محمد بن إبراهيم السبر
  •  
    الكسب الحلال (خطبة)
    عبدالعزيز محمد مبارك أوتكوميت
  •  
    تفسير قوله تعالى: {إن الذين تولوا منكم يوم التقى ...
    سعيد مصطفى دياب
  •  
    الحديث الثالث: الرفق في الأمور كلها
    الدكتور أبو الحسن علي بن محمد المطري
  •  
    طاعة الزوج من طاعة المعبود، فهل أديت العهد ...
    حسام الدين أبو صالحة
  •  
    خطبة: اسم الله الحليم
    رمضان صالح العجرمي
  •  
    أسباب البركة في المال
    رمضان صالح العجرمي
  •  
    خطبة: فضل العناية باليتيم
    الشيخ الدكتور صالح بن مقبل العصيمي ...
  •  
    من أقوال السلف في الحسبلة "حسبي الله ونعم الوكيل"
    فهد بن عبدالعزيز عبدالله الشويرخ
  •  
    يوم الحسرة (خطبة)
    الشيخ د. إبراهيم بن محمد الحقيل
  •  
    هضم النفس في ذات الله (خطبة)
    د. محمد بن عبدالله بن إبراهيم السحيم
شبكة الألوكة / آفاق الشريعة / منبر الجمعة / الخطب / خطب بلغات أجنبية
علامة باركود

أسباب التوفيق للعمل الصالح والتقوى (خطبة) باللغة البنغالية

أسباب التوفيق للعمل الصالح والتقوى (خطبة) باللغة البنغالية
حسام بن عبدالعزيز الجبرين

مقالات متعلقة

تاريخ الإضافة: 26/5/2024 ميلادي - 19/11/1445 هجري

الزيارات: 3080

 حفظ بصيغة PDFنسخة ملائمة للطباعة أرسل إلى صديق تعليقات الزوارأضف تعليقكمتابعة التعليقات
النص الكامل  تكبير الخط الحجم الأصلي تصغير الخط
شارك وانشر

খুতবার বিষয়ঃ নেক আমল ও তাকওয়ার তাওফীক পাওয়ার কারণসমূহ

প্রথম খুৎবা


الحمدُ لله برحمته اهتدى المُهتدونَ، وبعدلِهِ وحكمَتِهِ ضلَّ الضَالونَ، وأشهدُ أن لا إله إلا الله وحده لا شريك له لا يُسألُ عمَّا يفعلُ وهم يُسألونَ، وأشهدُ أنَّ محمدًا عبدُ الله ورسولُه، ترَكنا على مَحجَّةٍ بَيضَاءَ لا يزيغُ عنها إلاَّ جاهلٌ أو صاحبُ هوى مفتون، صلَّى الله عليه وعلى آله وأصحابِه وأتباعِه بإحسانٍ إلى يوم الدين وسلم تسليما كثيرًا.

 

হামদ ও সালাতের পর!

আমি আপনাকে এবং নিজেকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছিঃ আল্লাহ তাআলা বলেন,

﴿ وَاتَّقُواْ يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لاَ يُظْلَمُونَ ﴾ [البقرة: 281].

 

অনুবাদঃ আর তোমরা সেই দিনের তাকওয়া অবলম্বন কর যেদিন তোমাদেরকে আল্লাহ্‌র দিকে ফিরিয়ে নেয়া হবে। তারপর প্রত্যেককে সে যা অর্জন করেছে তা পুরোপুরি প্রদান করা হবে। আর তাদের যুলুম করা হবে না ।

 

হে আমার বন্ধুরা! আমরা প্রত্যেকেই জান্নাতের আকাঙ্ক্ষা করি এবং সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে চাই যারা জান্নাতের সর্বোচ্চ স্থান লাভ করেছে। আমরা প্রত্যেকেই জাহান্নামের আগুনকে ভয় করি এবং প্রত্যেক নামাজে জাহান্নামের আগুন ও কবরের আযাব থেকে আশ্রয় চাই। কিন্তু আমাদের অবস্থা এই যে, আমরা আনুগত্যের অনেক কাজকে অবহেলা করি অথবা এসব কাজকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করি। বা কদাচিৎ সেগুলি সম্পাদন করি, অথবা তা সম্পাদনের ক্ষেত্রে অবহেলা করি। কখনও কখনও আমাদের অবস্থা এমন হয় যে আমরা আল্লাহর নিষিদ্ধ সীমা লঙ্ঘন করি, অনুরূপভাবে আমরা তাওবাহ ও ​​ক্ষমার ক্ষেত্রেও অবহেলা প্রদর্শন করি।

 

আসুন আমরা বিষয়টি এমনভাবে আলোচনা করি, হতে পারে আল্লাহ তা‘আলা বক্তা ও শ্রোতা উভয়েরই উপকার করবেন। কেননা কখনও কখনও যাদেরকে সম্বোধন করা হয় তারা সম্বোধন করা লোকের চেয়ে বেশি জ্ঞানী হয়।

 

হে পরম করুণাময়ের বান্দাগণ! সৎকাজ ও আল্লাহর তাকওয়া সফল হওয়ার অন্যতম কারণ হল: আল্লাহর সামনে নিজের প্রয়োজন ও অভাব প্রকাশ করা এবং সকল প্রকার শক্তি ও ক্ষমতা থেকে নিজের নির্দোষতা প্রকাশ করা।

 

আল্লাহর তাওফীক অর্জনের অন্যতম কারণ হল আল্লাহর প্রতি নিজের অভাব-অনটনের অনুভূতিতে এবং আমাদের শ্রেষ্ঠ রবের নির্দেশনা ও তাওফিকের নিদারুণ প্রয়োজনে অন্তরকে পূর্ণ করা এবং নিজের দুর্বলতা ও অজ্ঞতা স্বীকার করা।

 

ই অনুভূতি এবং স্বীকৃতি একজন ব্যক্তিকে সৎ কাজের সাফল্যের সবচেয়ে বড় কারণগুলির একটির দিকে নিয়ে যায় এবং তা হল: খুবই ব্যাকুলতার সাথে হেদায়েতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। আপনি কি দেখেননি যে, আল্লাহ তা‘আলা কুরআনের সর্বশ্রেষ্ঠ সুরায় তাঁর সরল পথের হেদায়েতের জন্য দোয়ার কথা উল্লেখ করেছেন এবং এর তেলাওয়াতকে নামাযের অংশ করেছেন। এবং এই দোয়াই তাওহীদের পর সবচেয়ে বড় ফরজ। তারপর বিবেচনা করুন কতবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেদায়েতের জন্য প্রার্থনা করেছেন, ইবাদত করার জন্য সাহায্য চেয়েছেন, ভাল কাজের জন্য প্রার্থনা করেছেন এবং মন্দ থেকে বিরত থাকার এবং আত্মা ও শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করেছেন।

 

হাদীসে কুদুসীতে আল্লাহ তা‘আলা বলেছেনঃ "হে আমার বান্দারা! তোমরা সবাই ছিলে দিশেহারা, তবে আমি যাকে সুপথ দেখিয়েছি সে ব্যতীত"।

 

এবং কুরআনে আল্লাহ তা‘আলা বলেছেনঃ

﴿ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ ﴾ [الشورى: 13].

 

অর্থঃ (আল্লাহ্ যাকে ইচ্ছে তার দীনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তাঁর অভিমুখী হয় তাকে তিনি দীনের দিকে হেদায়াত করেন)।

 

তাকওয়া ও সৎকাজের তাওফীকের অন্যতম কারণ হল অন্তরের ন্যায়পরায়ণতা ও সৎ নিয়তঃ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "জেনে, রেখো, দেহের মধ্যে এক টুকরা গোশত আছে। যখন তা সুস্থ থাকে তখন সমস্ত দেহই সুস্থ থাকে। আর যখন তা নষ্ট হয়ে যায় তখন সমস্ত দেহই নষ্ট হয়ে যায়। স্মরণ রেখো, তা হলো 'কালব' হৃদয়"।

 

আল্লাহ তা‘আলা বলেছেনঃ

﴿ يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّمَن فِي أَيْدِيكُم مِّنَ الأَسْرَى إِن يَعْلَمِ اللّهُ فِي قُلُوبِكُمْ خَيْرًا يُؤْتِكُمْ خَيْرًا مِّمَّا أُخِذَ مِنكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ ﴾ [الأنفال: 70].

অর্থঃ (হে নবী! তোমাদের করায়ত্ত যুদ্ধবন্দীদেরকে বলুন, ’আল্লাহ্‌ যদি তোমাদের হৃদয়ে ভাল কিছু দেখান তবে তোমাদের কাছ থেকে যা নেয়া হয়েছে তা থেকে উত্তম কিছু তিনি তোমাদেরকে দান করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। তার আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু)।

 

হে ঈমানদার ভাইয়েরা! নেক আমল করার তাওফীক ও সফলতার অন্যতম কারণ হল, স্থায়ী ও নিয়মিত আমল করতে হবে, কারণ আয়িশা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হল- আল্লাহর নিকটে সর্বাধিক পছন্দনীয় আমল কোনটি? তিনি বললেন, যা স্থায়ী হয়, যদিও তা (পরিমাণে) কম হয়)।

 

এটা জানা যায় যে নিয়মিত ও স্থায়ী আমল পরিমাণে কম হলেও, এটি ঈমানের পুষ্টি জোগায়, আত্মাকে পরিশুদ্ধ করে এবং নেক আমল বৃদ্ধি করে।

 

ইকরামা বলেনঃ আবু হুরায়রা (রাঃ) দিনে বার হাজার বার সুবহানাল্লাহ পাঠ করতেন।

 

সৎকাজ ও তাকওয়ার তাওফীকের অন্যতম কারণ হল বান্দা সর্বদা আল্লাহর অনুগ্রহ ও দয়ার কথা স্মরণ করবে যে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে উন্নীত করেছেন, তাকে সাহায্য করেছেন এবং তার তাওফীক দান করেছেন।

 

আল্লাহ তা‘আলা বলেনঃ

﴿ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ ﴾ [الحجرات: 17].

অর্থঃ (বরং আল্লাহ্‌ ঈমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন, যদি তোমরা সত্যবাদী হও)।

 

অন্যত্রে আল্লাহ তা‘আলা বলেনঃ

﴿ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ مَا زَكَا مِنكُم مِّنْ أَحَدٍ أَبَدًا وَلَكِنَّ اللَّهَ يُزَكِّي مَن يَشَاءُ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴾ [النور: 21].

অর্থঃ (আল্লাহ্‌র অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারতে না, তবে আল্লাহ্‌ যাকে ইচ্ছে পবিত্র করেন এবং আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বজ্ঞ)।

 

বান্দা যদি ভালো কাজ করার সুযোগ পায় বা মন্দ কাজ থেকে বাঁচতে সক্ষম হয়, তাহলে এই তাওফীকের কারণে আল্লাহর প্রশংসা করা এবং তার শুকরিয়া আদায় করাও তাওফীকের একটি কারণ। কেননা শুকরিয়া আদায় করলে নিয়ামতে বৃদ্ধি হয়। আর নেক আমল একটি বড় নেয়ামত। সৎকর্ম ও আল্লাহর তাকওয়ার তাওফীকের অন্যতম কারণ হল ঈমানের খোরাক যোগায় এমন কাজের প্রতি আগ্রহী হওয়া, যেমন, যিকির সভায় অংশগ্রহণ করা, আল্লাহর সুন্দর নাম শেখা, কুরআন শ্রবণ করা, একইভাবে পরকালের কথা চিন্তা করা এবং আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় এমন কাজের প্রতি চিন্তা ভাবনা করা।

 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ "তোমরা রুগ্নকে দেখতে যাও এবং জানাযার অনুসরণ করো। তা তোমাদেরকে আখেরাত স্মরণ করিয়ে দিবে"। আলবানী এটিকে সহীহ বলেছেন।

 

গুনাহ পরিহার করা নেক আমলের তাওফীকের অন্যতম কারণ। কারণ পাপই বান্দার দুর্ভাগ্যের কারণ। আল্লাহ তা‘আলা বলেছেনঃ

﴿ فَإِن تَوَلَّوْاْ فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ ﴾ [المائدة: 49].

 

অর্থঃ (অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখুন যে, আল্লাহ তাদেরকে কেবল তাদের কোনো কোনো পাপের জন্য শাস্তি দিতে চান)।

 

তাকওয়ার অন্যতম কারণ হল নামায আরকান, শর্ত, সুনান ও ফরজ সহ আদায় করা। আল্লাহ তা‘আলা বলেনঃ

﴿ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ ﴾ [العنكبوت: 45].

অর্থঃ (এবং সালাত কায়েম করুন । নিশ্চয় সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে । আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ । তোমরা যা কর আল্লাহ্ তা জানেন)।

 

দ্বিতীয় খুৎবা

সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বলেছেনঃ

﴿ فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ ﴾ [يس: 54]

অর্থঃ (অতঃপর আজ কারো প্রতি কোনো যুলুম করা হবে না এবং তোমরা যা করতে শুধু তারই প্রতিফল দেয়া হবে)।

 

আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক সুসংবাদদাতা ও সতর্ককারী রাসূলের উপর যিনি উজ্জ্বল প্রদীপের মতো এবং তাঁর পরিবার ও সাথীদের উপর।

 

সালাত ও সালামের পর!

হে পরম করুণাময়ের বান্দাগণ!ভালো কাজ নিজের মতো অন্য ভালো কাজের জন্য আহ্বান করে, আর আমাদের রব পরম ক্ষমাশীল,পরম কৃতজ্ঞ। তাঁর কৃপা এই যে, বান্দা যখন কোনো ভালো কাজ করে, তখন সে আরও বেশি ভালো কাজের তাওফীক পায়। একজন ব্যক্তি আছে কি যিনি প্রতি সপ্তাহে বা প্রতি তিন রাতে কুরআন খতম করেন এবং তিনি এক ধাপেই এই পর্যায়ে পৌঁছে গেছেন? না, তিনি সীমিত পরিমাণে শুরু করেছিলেন, কিন্তু আল্লাহ তাকে একের পর এক ধাপে আরও তাওফিক দিয়েছিলেন। এমন কেউ কি আছে যে তার সম্পদের দশমাংশ বা চতুর্থাংশ বা অর্ধেক দান সদকা করে এবং এক ধাপেই এই পর্যায়ে পৌঁছেছে? না, তিনি একটি ছোট জিনিস দিয়ে দান করা শুরু করেছিলেন কিন্তু আল্লাহ তাকে আরও বেশি তাওফীক দিয়েছেন।

 

হে মুমিন ভাইয়েরা! সৎকাজের তাওফীকের অন্যতম কারণ হচ্ছে, পিতা-মাতার প্রতি সদয় হওয়া এবং তাদের সন্তুষ্টি লাভ করা, ইমাম তিরমিযী, ইমাম ইবনে হিব্বান ও ইমাম হাকিম বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনু ‘আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মাতা-পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি (লাভ হয়), তাঁদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে"। আলবানী এটিকে সহীহ বলেছেন।

 

আল্লাহ যাকে তাঁর সন্তুষ্টির মাধ্যমে সম্মান করেন, তাকে তার রবের অনুমতিক্রমে আরও কল্যাণ দান করা হয়। সৎকাজের সফলতার একটি কারণ হল: মানুষের উচিত পর্যায়ক্রমে নিজেকে ভালো কাজের দিকে অগ্রসর করা এবং সেই সময়গুলোর সদ্ব্যবহার করা যাতে আত্মা ইবাদতের জন্য প্রস্তুত থাকে, কারণ আত্মার মধ্যে জোয়ার- ভাটা হতে থাকে। এ কারণেই আলেমগণ বলেছেন যে, একজন মুসলমানকে রাতে তিন, বা চার, বা পাঁচ, বা নয় বা তার বেশি রাকাত নামায পড়া মুস্তাহাব। প্রতি রাতে এই ইবাদতগুলি নিয়মিত পালন করুন , আপনার শক্তি এবং আত্মার চাহিদা অনুসারে দীর্ঘ বা সংক্ষিপ্ত নামায পড়ুন।

 

নেক আমলের তাওফীকের অন্যতম কারণ হল, নিয়মিত এমন নেক আমল করা, যার দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং তা আদায় করা তার জন্য সহজ হয়ে যায়। ফলে একজন ব্যক্তির জন্য সিয়ামের দরজা খুলে দেওয়া হয়। দ্বিতীয় ব্যক্তির জন্য দান-খয়রাতের দরজা খুলে দেওয়া হয় এবং তৃতীয় ব্যক্তির জন্য মানুষের উপকারের দরজা খুলে দেওয়া হয়। তাই মুসলিমের উচিত নিয়মিত এমন কাজ করা যাতে তাকে খুব বেশি কষ্ট না হয়।

 

আমি এমন একটি কারণ বর্ণনা করে আমার কথা শেষ করতে চাই যেটি সম্ভবত নেক আমলের তাওফীকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। আর তা হল যিকির ও আজকারের মাধ্যমে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া। বিশেষ করে এমন যিকিরের মাধ্যমে যার সম্পর্কে হাদীসে বলা হয়েছে এগুলি শয়তান থেকে রক্ষা করে। যেমনটি একশত বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার হাদীসে উল্লেখ আছেঃ "ঐদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান হতে মাহফুজ থাকবে"। এছাড়াও, ঘর থেকে বের হওয়ার দুআ পাঠ করা এবং ঘুমানোর সময় আয়াতুল কুরসি ও অন্যান্য আয়াত পাঠ করা। শয়তান সাধারণভাবে আল্লাহর যিকির থেকে পলায়ন করে, শয়তান এমন একটি প্রাণী যে আল্লাহর যিকির থেকে পলায়ন করে, আল্লাহ আমাদেরকে শিরক, শাইতান ও তার ফাঁদ থেকে রক্ষা করুন।

 

﴿ وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ ﴾ [فصلت: 36].

অর্থঃ (যদি শয়তানের কুমন্ত্রণা আপনাকে প্ররোচিত করে, তবে আল্লাহর আশ্রয় চাইবেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ)।

 

এখন আমরা আলোচনার ইতি টানছি। হে আল্লাহর বান্দাগণ! আমাদের পাপের মোকাবিলা পুণ্য দ্বারা করা উচিত। আল্লাহ তা‘আলা বলেনঃ

﴿ وَأَقِمِ الصَّلاَةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّـيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ ﴾ [هود: 114]

অর্থঃ (আর আপনি সালাত কায়েম করুন দিনের দু প্রান্তভাগে ও রাতের প্রথমাংশে । নিশ্চয় সৎকাজ অসৎ কাজকে মিটিয়ে দেয় । উপদেশ গ্রহণকারীদের জন্য এটা এক উপদেশ)।

 

এছাড়াও, আমাদের তাওবাহ ও ​​ক্ষমার মাধ্যমে পাপের আবর্জনা থেকে নিজেদেরকে পরিষ্কার করা উচিত। আল্লাহ তা‘আলা বলেনঃ

﴿ وَاسْتَغْفِرُواْ رَبَّكُمْ ثُمَّ تُوبُواْ إِلَيْهِ إِنَّ رَبِّي رَحِيمٌ وَدُودٌ ﴾ [هود: 90]

 

অর্থঃ (আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর ও তাঁর দিকে ফিরে আস; আমার রব তো পরম দয়ালু, অতি স্নেহময়)।

 

হে আল্লাহ! আমার এবং আমার গুনাহের মধ্যে এমন ব্যবধান করে দাও যেমন ব্যবধান করেছ পূর্ব এবং পশ্চিমের মধ্যে। হে আল্লাহ আমাকে আমার গুনাহ হতে এমনভাবে পবিত্র কর যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার হয়। হে আল্লাহ আমার গোনাহকে বরফ, পানি ও শিশির দ্বারা ধৌত করে দাও।

 

 





 حفظ بصيغة PDFنسخة ملائمة للطباعة أرسل إلى صديق تعليقات الزوارأضف تعليقكمتابعة التعليقات
شارك وانشر

مقالات ذات صلة

  • أسباب التوفيق للعمل الصالح والتقوى (خطبة)
  • أسباب التوفيق للعمل الصالح والتقوى (خطبة) (باللغة الهندية)
  • أسباب التوفيق للعمل الصالح والتقوى (خطبة) (باللغة النيبالية)
  • الله الغفور الغفار (خطبة) باللغة البنغالية

مختارات من الشبكة

  • من أسباب النصر والتمكين (خطبة)(مقالة - آفاق الشريعة)
  • أسباب منع وجلب المطر من السماء (خطبة)(مقالة - آفاق الشريعة)
  • خطبة: {أفمن زين له سوء عمله...}(مقالة - آفاق الشريعة)
  • القيم النبوية في إدارة المال والأعمال (خطبة)(مقالة - آفاق الشريعة)
  • خطبة: أهمية المسؤولية في العمل التطوعي(مقالة - آفاق الشريعة)
  • خطبة: أهمية العمل التطوعي(مقالة - آفاق الشريعة)
  • أعمال يسيرة وراءها قلب سليم ونية صالحة(مقالة - آفاق الشريعة)
  • قصة مقاطعة الإمام أحمد بن حنبل لولديه صالح وعبد الله وعمه بسبب قبولهم لصلة السلطان (PDF)(كتاب - مكتبة الألوكة)
  • أسباب البركة في المال(مقالة - آفاق الشريعة)
  • أسباب البركة في الطعام(مقالة - آفاق الشريعة)

 



أضف تعليقك:
الاسم  
البريد الإلكتروني (لن يتم عرضه للزوار)
الدولة
عنوان التعليق
نص التعليق

رجاء، اكتب كلمة : تعليق في المربع التالي

مرحباً بالضيف
الألوكة تقترب منك أكثر!
سجل الآن في شبكة الألوكة للتمتع بخدمات مميزة.
*

*

نسيت كلمة المرور؟
 
تعرّف أكثر على مزايا العضوية وتذكر أن جميع خدماتنا المميزة مجانية! سجل الآن.
شارك معنا
في نشر مشاركتك
في نشر الألوكة
سجل بريدك
  • بنر
  • بنر
كُتَّاب الألوكة
  • طلاب مدينة مونتانا يتنافسون في مسابقة المعارف الإسلامية
  • النسخة العاشرة من المعرض الإسلامي الثقافي السنوي بمقاطعة كيري الأيرلندية
  • مدارس إسلامية جديدة في وندسور لمواكبة زيادة أعداد الطلاب المسلمين
  • 51 خريجا ينالون شهاداتهم من المدرسة الإسلامية الأقدم في تتارستان
  • بعد ست سنوات من البناء.. افتتاح مسجد أوبليتشاني في توميسلافغراد
  • مدينة نازران تستضيف المسابقة الدولية الثانية للقرآن الكريم في إنغوشيا
  • الشعر والمقالات محاور مسابقة "المسجد في حياتي 2025" في بلغاريا
  • كوبريس تستعد لافتتاح مسجد رافنو بعد 85 عاما من الانتظار

  • بنر
  • بنر

تابعونا على
 
حقوق النشر محفوظة © 1447هـ / 2025م لموقع الألوكة
آخر تحديث للشبكة بتاريخ : 4/3/1447هـ - الساعة: 16:0
أضف محرك بحث الألوكة إلى متصفح الويب