• الصفحة الرئيسيةخريطة الموقعRSS
  • الصفحة الرئيسية
  • سجل الزوار
  • وثيقة الموقع
  • اتصل بنا
English Alukah شبكة الألوكة شبكة إسلامية وفكرية وثقافية شاملة تحت إشراف الدكتور سعد بن عبد الله الحميد
الدكتور سعد بن عبد الله الحميد  إشراف  الدكتور خالد بن عبد الرحمن الجريسي
  • الصفحة الرئيسية
  • موقع آفاق الشريعة
  • موقع ثقافة ومعرفة
  • موقع مجتمع وإصلاح
  • موقع حضارة الكلمة
  • موقع الاستشارات
  • موقع المسلمون في العالم
  • موقع المواقع الشخصية
  • موقع مكتبة الألوكة
  • موقع المكتبة الناطقة
  • موقع الإصدارات والمسابقات
  • موقع المترجمات
 كل الأقسام | مقالات   بحوث ودراسات   كتب   صوتيات   أخبار   نور البيان   سلسلة الفتح الرباني   سلسلة علم بالقلم   وسائل تعليمية   الأنشطة التعليمية  
اضغط على زر آخر الإضافات لغلق أو فتح النافذة اضغط على زر آخر الإضافات لغلق أو فتح النافذة
  •  
    تدريب على التشديد بالكسر مع المد بالياء
    عرب القرآن
  •  
    التشديد بالكسر مع المد بالياء
    عرب القرآن
  •  
    تدريبات على الشدة مع التنوين بالفتح
    عرب القرآن
  •  
    التشديد مع التنوين بالفتح
    عرب القرآن
  •  
    تعليم المد اللازم للأطفال
    عرب القرآن
  •  
    تدريبات على التشديد بالضم مع المد بالواو
    عرب القرآن
  •  
    التشديد بالضم مع المد بالواو
    عرب القرآن
  •  
    تعليم الحرف المشدد مع الفتحة للأطفال
    عرب القرآن
  •  
    الضمة والشدة
    عرب القرآن
  •  
    التشديد مع الكسر
    عرب القرآن
  •  
    تعليم التشديد مع الفتح
    عرب القرآن
  •  
    تعليم السكون للأطفال
    عرب القرآن
  •  
    تعليم التنوين بالضم للأطفال
    عرب القرآن
  •  
    شرح التنوين بالكسر
    عرب القرآن
  •  
    تعليم التنوين للأطفال
    عرب القرآن
  •  
    تعليم المد المتصل للأطفال
    عرب القرآن
شبكة الألوكة / آفاق الشريعة / منبر الجمعة / الخطب / خطب بلغات أجنبية
علامة باركود

"لا تكونوا عون الشيطان على أخيكم".. فوائد وتأملات (خطبة) - باللغة البنغالية

لا تكونوا عون الشيطان على أخيكم.. فوائد وتأملات (خطبة) - باللغة البنغالية
حسام بن عبدالعزيز الجبرين

مقالات متعلقة

تاريخ الإضافة: 1/6/2025 ميلادي - 5/12/1446 هجري

الزيارات: 2009

 حفظ بصيغة PDFنسخة ملائمة للطباعة أرسل إلى صديق تعليقات الزوارأضف تعليقكمتابعة التعليقات
النص الكامل  تكبير الخط الحجم الأصلي تصغير الخط
شارك وانشر

খুতবার বিষয়ঃ আপন ভাইয়ের বিরুদ্ধে শয়তানের সাহায্যকারী হয়ো না

প্রথম খুৎবা

 

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله. ﴿ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ ﴾. ﴿ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالاً كَثِيراً وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيباً ﴾، ﴿ يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا * يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا ﴾ [الأحزاب: 70-71].


হামদ ওয়াসালাতের পর: সর্বোত্তম জিনিস হল আল্লাহর কিতাব, আর সর্বোত্তম পন্থা হল মুহাম্মদের পথ, সবচেয়ে খারাপ জিনিস হল দ্বীনে উদ্ভাবিত বিদআত এবং প্রতিটি বিদআতই গোমরাহী।

 

হে রহমানের বান্দাগণ! আল্লাহ তাঁর বান্দাদেরকে সৃষ্টি করেছেন এবং আসমান ও যমীনের সবকিছুই তাদের অধীন করে দিয়েছেন, তাদেরকে তাঁর বাহ্যিক ও অভ্যন্তরীণ নেয়ামত দান করেছেন এবং রসূলদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন। সুতরাং শরীয়ত অনেক জিনিসকে মানুষের জন্য হালাল ঘোষণা করেছে, এই জায়েজ ও হালাল জিনিসগুলিকে গণনা করা অসম্ভব এবং শরিয়ত খুব কম জিনিসকে নিষিদ্ধ করেছে, কারণ এই হারাম জিনিসগুলির মধ্যে খারাপ দিক রয়েছে। হালাল ও হারামের আদেশ দানকারী আল্লাহ পবিত্র, সূক্ষ্ম, দয়ালু ও জ্ঞানী।

 

রাসুলদের সিলসিলার শেষ যোগসূত্র ছিলেন আমাদের নবী (সা.)। আর তিনি ছিলেন মুমিনদের প্রতি সহানুভূতিশীল ও দয়ালু, তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করতেন, তাদের আত্মাকে পবিত্র করতেন এবং তাদেরকে কুরআন ও হাদীস শিক্ষা দিতেন। এ কারণেই তাঁর সাহাবায়ে কেরাম (রা.) তাকওয়া, পরহেজগারি, সদাচরণ ও কল্যাণময় জীবনযাপন করতেন, এসব গুণ থাকা সত্ত্বেও তারা নিষ্পাপ ছিলেন না। হাদিসে সাহাবায়ে কেরামের পাপের বিরল ঘটনা রয়েছে, আসুন এমন কিছু দৃশ্য অবলোকন করি এবং তার কিছু উপকারিতা সম্পর্কে চিন্তা করি।

 

ইমাম বুখারী তাঁর সহীহ গ্রন্থে

 

উমার ইবনু খাত্তাব (রাঃ) হতে বর্ণনা করেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে এক লোক যার নাম ছিল ‘আবদুল্লাহ্ আর ডাকনাম ছিল হিমার। এ লোকটি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হাসাত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাব পান করার অপরাধে তাকে বেত্রাঘাত করেছিলেন। একদিন তাকে নেশাগ্রস্ত অবস্থায় আনা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাবুক মারার আদেশ দিলেন। তাকে চাবুক মারা হল। তখন দলের মাঝ থেকে এক লোক বলল, হে আল্লাহ্! তার উপর লা‘নত বর্ষণ করুন! নেশাগ্রস্ত অবস্থায় তাকে কতবার যে আনা হল! তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে লা‘নত করো না। আল্লাহর কসম! আমি জানি যে, সে আল্লাহ্ এবং তাঁর রাসূলকে ভালবাসে।

 

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট একটি নেশাগ্রস্ত লোককে আনা হল। তিনি তাকে মারার জন্য দাঁড়ালেন। তখন আমাদের কেউ তাকে হাত দিয়ে, কেউ জুতা দিয়ে আর কেউ বা কাপড় দিয়ে মারল। লোকটি চলে গেলে, এক লোক বলল, এর কী হল, আল্লাহ্ তাকে অপমানিত করলেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আপন ভাইয়ের বিরুদ্ধে শয়তানের সাহায্যকারী হয়ো না। (বুখারী)

 

হে রহমান সম্প্রদায়! আসুন আমরা এই দুটি হাদিসের কিছু পয়েন্ট দেখি।

 

প্রথম কথা: পাপীকে করুণা, মায়া ও ভালোবাসার দৃষ্টিতে দেখা উচিত, যাতে সে হেদায়েতের পথে আসতে পারে। কারণ যখন মনোনীত ফেরেশতারা আমাদের প্রভুর প্রশংসা করেন এবং ডাকেন, তখন তারা আল্লাহর রহমতের গুণাবলী দিয়ে শুরু করেছিলেন:

﴿ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ ﴾ [غافر: 7].


অনুবাদঃ যারা ‘আরশ ধারণ করে আছে এবং যারা এর চারপাশে আছে, তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্ৰশংসার সাথে এবং তাঁর উপর ঈমান রাখে, আর মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, 'হে আমাদের রব! আপনি দয়া ও জ্ঞান দ্বারা সবকিছুকে পরিব্যাপ্ত করে রেখেছেন। অতএব, যারা তাওবা করে এবং আপনার পথ অবলম্বন করে আপনি তাদেরকে ক্ষমা করুন। আর জাহান্নামের শাস্তি হতে আপনি তাদের রক্ষা করুন।

 

আল্লাহ খিদর (আঃ) দুটি গুণাবলীর প্রশংসা করেছেন, প্রথম গুণ হলো করুণা:

﴿ فَوَجَدَا عَبْدًا مِنْ عِبَادِنَا آتَيْنَاهُ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَعَلَّمْنَاهُ مِنْ لَدُنَّا عِلْمًا ﴾ [الكهف: 65].


অনুবাদঃ এরপর তারা সাক্ষাত পেল আমাদের বান্দাদের মধ্যে একজনের, যাকে আমরা আমাদের কাছ থেকে অনুগ্রহ দান করেছিলাম ও আমাদের কাছ থেকে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান।

 

আরেকটি বিষয় হল যে একজন ব্যক্তি একটি পাপ করে এবং একই সাথে তার হৃদয়ে আল্লাহর ভালবাসা থাকে তবে এই ভালবাসার মাত্রা ভিন্ন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের হৃদয়কে তাঁর ভালবাসায় পূর্ণ করেন।

 

হাদিস থেকে আরেকটি শিক্ষা পাওয়া যায় যে, বাতিলের ক্ষেত্রে কারোর জন্য নরম পন্থা অবলম্বন করা উচিত নয়।

 

হাদিস থেকে আরেকটি শিক্ষা পাওয়া যায় যে, শরীয়তের শাস্তির উদ্দেশ্য হল পাপ থেকে শুদ্ধ করা, তিরস্কার করা ও প্রতিশোধ নেওয়া নয় উদ্দেশ্য নয়।

 

হাদিসের একটি ফায়দা হলো ইনসাফ করা, ন্যায়ের গর্ভ থেকে ইনসাফের জন্ম, ন্যায় ও ইনসাফের উপকারের তালিকায় যদি শুধু জুলুম থেকে নিরাপত্তা থাকে তাহলে এটাই যথেষ্ট।

 

যদিও তিনি একটি মহাপাপ স্বীকার করেছিলেন, যার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু যখন তাকে অভিশাপ দেওয়া হয়েছিল, তখন আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি তার ভালবাসাও প্রমাণ করা হয়েছিল। এবং এটি একটি অত্যন্ত প্রিয় এবং সম্মানিত সাক্ষ্য।

 

আরেকটি শিক্ষা হল মদের ভয়াবহতা, যেমন আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেছেনঃ

﴿ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ ﴾ [المائدة: 90].

অনুবাদঃ (মদ) ঘৃণার বস্তু, শয়তানের কাজ।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ সম্পর্কে দশ প্রকারের লোককে অভিশাপ দিয়েছেন, কারণ মদ্যপানকারী যদি তওবা না করে তাহলে দুনিয়াতে মদ পান করার শাস্তি ওয়াজিব হয়ে যাবে। আর কিয়ামতের দিন তার জন্য ওয়াদা রয়েছে যে, তাকে জাহান্নামীদের ঘাম ও রক্ত খাওয়ানো হবে, এছাড়া মদ পানের ব্যাপারে আরও অনেক শাস্তির প্রতিশ্রুতি রয়েছে।

 

এ হাদীস থেকে আরেকটি শিক্ষা পাওয়া যায় যে, এ থেকে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মহান চরিত্র ফুটে উঠে।

 

আল্লাহ তা‘আলা সত্যই বলেছেন যে,

﴿ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ ﴾ [الأنبياء: 107].

অনুবাদঃ আর আমরা তো আপনাকে সৃষ্টিকুলের জন্য শুধু রহমতরূপেই পাঠিয়েছি।

 

দ্বীতিয় খুৎবা

الحمد لله العلي الخبير، المنان السّتير، وأشهد ألا إله إلا الله وحده لا شريك له الحسيب القدير وأشهد أن محمداً عبده ورسوله.

قد لاحَ نورُ الفجْر في عصر الدجى
بالمصطفى الهادي لخير كلام ِ
وحيٌ وقرآنٌ ومنهجُ خالقٍ
قد حطّمَ الجهلاءَ بالإسلامِ
صلى عليك اللهُ يا رمزَ الهدى
ما لحظةٌ مرّت مدى الأيامِ

 

সর্বোত্তম কথার পথপ্রদর্শক মুহাম্মদ মুস্তফার আগমনে অন্ধকার যুগে প্রভাতের আলো জ্বলে উঠল। সৃষ্টিকর্তার রচিত ওহী, কোরান ও ইসলাম ধর্মের মাধ্যমে আপনি অজ্ঞদের অজ্ঞতা ঘুচিয়েছেন। ওহ হেদায়েতের পথপরদর্শক! আপনার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক, সারাদিনে এমন একটি মুহূর্তও যেন আপনার প্রতি দরুদ ছাড়া না থাকে।

 

হে বিশ্বস্ত ভাইয়েরা! হাদিস দুটি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় যে: পাপের বৃত্তে প্রবেশ করা থেকে বিরত থাকা উচিত, কারণ যখন কোনো ব্যক্তি পাপ করে তখন তার অন্তরে গুনাহের ভয় এবং এর গুরুতরতার অনুভূতি কমে যায়। সেজন্য বহুবার এমন একজন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বা মদ্যপানকারীকে দেখেছেন যে, তাকে ঘুষ দেওয়া হলে তা গ্রহণ করেছে, এবং সে তার জীবনে হারাম সম্পদ গ্রহণ করছে তা পরোয়া করে না।

 

একইভাবে, আপনি অনেক গীবতকারী এবং মিথ্যাবাদীকে দেখেছেন, যারা কুকর্ম করার সুযোগ পেলে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, কারণ তাদের সতীত্ব এখনও নষ্ট হয়নি, তাই একজন মুসলমানের জন্য এই বৈশিষ্ট্যকে হেফাজত করা এবং অভিজ্ঞতা ও প্রত্যাদেশের মাধ্যমে শয়তানের পথ পরিহার করা জরুরী।

 

এমন একটি বিষয়ও রয়েছে যে, ভালবাসা ও করুণার অর্থ সাবধানতা ত্যাগ করা এবং অন্যায়কারীকে শাস্তির যোগ্য হলে শাস্তি না দেওয়া নয়, কারণ এই মাতালটি একজন কৌতুকি ছিলেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাতেন। তা সত্ত্বেও, যখন তিনি মদ পান করেছিলেন, তখন তিনি তাকে চাবুক মারার আদেশ দিয়েছিলেন এবং শাস্তি ও ধমকের সাথে নসীহত করেছিলেন। হাদীসে এসেছে তাকে প্রহারের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের বললেনঃ তোমরা তাকে মৌখিক ধমক দিয়ে নসীহত করো। সুতরাং তারা তার নিকট এসে বললেন, তুমি আল্লাহকে ভয় করনি, তুমি আল্লাহকে ভয় করনি এবং তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লজ্জিত হওনি। অতঃপর তারা তাকে ছেড়ে দিলেন। হাদীসের শেষাংশে তিনি বলেনঃ বরং তোমরা বলো, হে আল্লাহ! তাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ! তার উপর করুণা বর্ষণ করো

 

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর একটি ভাল অভ্যাস ছিল যে তিনি শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বদ্দু‘আ করতেন না, কারণ ইসলামী শাস্তি পাপীকে তার গুনাহ থেকে মুক্ত করে এবং হাদিস গামদিয়া ইত্যাদিতেও তিনি এ ধরনের জিনিসকে নিষেধ করেছেন।

 

আরেকটি শিক্ষা পাওয়া যায় যে, সমস্ত মুসলমান তাদের শত্রুর বিরুদ্ধে একত্রিত হওয়া উচিত।

 

শেষ কথা হলো, পাপ ইসলামি ভ্রাতৃত্বকে শেষ করে না, ইসলামে ভ্রাতৃত্বেরও অধিকার আছে।

 

আমি এই কথার সাথে বক্তব্য শেষ করছি যে ইতিবাচক দিকটি শক্তিশালী করা উচিত, বিশেষ করে যখন সীমালঙ্ঘনকারী এবং পাপী নম্রতা এবং অনিচ্ছা প্রদর্শন করে।

 

আমি জানি যে সে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসে।" বিপদগ্রস্ত ব্যক্তির জন্য এই সাক্ষী অত্যন্ত মহান।

 

https://www.alukah.net/sharia/0/142990/

https://www.alukah.net/sharia/0/154996/%D9%84%D8%A7-%D8%AA%D9%83%D9%88%D9%86%D9%88%D8%A7-%D8%B9%D9%88%D9%86-%D8%A7%D9%84%D8%B4%D9%8A%D8%B7%D8%A7%D9%86-%D8%B9%D9%84%D9%89-%D8%A3%D8%AE%D9%8A%D9%83%D9%85..-%D9%81%D9%88%D8%A7%D8%A6%D8%AF-%D9%88%D8%AA%D8%A3%D9%85%D9%84%D8%A7%D8%AA-%D8%A8%D8%A7%D9%84%D9%84%D8%BA%D8%A9-%D8%A7%D9%84%D9%87%D9%86%D8%AF%D9%8A%D8%A9/





 حفظ بصيغة PDFنسخة ملائمة للطباعة أرسل إلى صديق تعليقات الزوارأضف تعليقكمتابعة التعليقات
شارك وانشر

مقالات ذات صلة

  • لا تكونوا عون الشيطان على أخيكم
  • لا تكونوا عون الشيطان على أخيكم.. فوائد وتأملات (باللغة الأردية)
  • لا تكونوا عون الشيطان على أخيكم.. فوائد وتأملات (باللغة الهندية)
  • لا تكونوا عون الشيطان على أخيكم.. فوائد وتأملات - باللغة الإندونيسية
  • لا تكونوا عون الشيطان على أخيكم.. فوائد وتأملات - باللغة النيبالية
  • التعبد بترك الحرام واستبشاعه (خطبة) – باللغة البنغالية

مختارات من الشبكة

  • الشيطان وما الشيطان!(مقالة - آفاق الشريعة)
  • لا تكونوا عون الشيطان على أخيكم.. فوائد وتأملات(مقالة - آفاق الشريعة)
  • قول: باسم الله اللهم جنبني الشيطان وجنب الشيطان ما رزقتنا قبل الوقاع: سبب لطرد الشيطان(مقالة - آفاق الشريعة)
  • عالم الفساد والعفن: السحر والكهانة والشعوذة (خطبة)(مقالة - آفاق الشريعة)
  • أسباب الوقاية من الشيطان(مقالة - آفاق الشريعة)
  • الذكر يحصن العبد من وسوسة الشيطان(مقالة - آفاق الشريعة)
  • تفسير قوله تعالى: {إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا...}(مقالة - آفاق الشريعة)
  • فتح الرحمن في الأمور المعينة على طرد الشيطان (PDF)(كتاب - مكتبة الألوكة)
  • عداوة الشيطان للإنسان(مقالة - آفاق الشريعة)
  • تفسير: (يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا)(مقالة - آفاق الشريعة)

 



أضف تعليقك:
الاسم  
البريد الإلكتروني (لن يتم عرضه للزوار)
الدولة
عنوان التعليق
نص التعليق

رجاء، اكتب كلمة : تعليق في المربع التالي

مرحباً بالضيف
الألوكة تقترب منك أكثر!
سجل الآن في شبكة الألوكة للتمتع بخدمات مميزة.
*

*

نسيت كلمة المرور؟
 
تعرّف أكثر على مزايا العضوية وتذكر أن جميع خدماتنا المميزة مجانية! سجل الآن.
شارك معنا
في نشر مشاركتك
في نشر الألوكة
سجل بريدك
  • بنر
  • بنر
كُتَّاب الألوكة
  • بعد ثلاث سنوات من الجهد قرية أوري تعلن افتتاح مسجدها الجديد
  • إعادة افتتاح مسجد مقاطعة بلطاسي بعد ترميمه وتطويره
  • في قلب بيلاروسيا.. مسجد خشبي من القرن التاسع عشر لا يزال عامرا بالمصلين
  • النسخة السادسة من مسابقة تلاوة القرآن الكريم للطلاب في قازان
  • المؤتمر الدولي الخامس لتعزيز القيم الإيمانية والأخلاقية في داغستان
  • برنامج علمي مكثف يناقش تطوير المدارس الإسلامية في بلغاريا
  • للسنة الخامسة على التوالي برنامج تعليمي نسائي يعزز الإيمان والتعلم في سراييفو
  • ندوة إسلامية للشباب تبرز القيم النبوية التربوية في مدينة زغرب

  • بنر
  • بنر

تابعونا على
 
حقوق النشر محفوظة © 1447هـ / 2025م لموقع الألوكة
آخر تحديث للشبكة بتاريخ : 18/5/1447هـ - الساعة: 15:25
أضف محرك بحث الألوكة إلى متصفح الويب